Introduction to Software Engineering and Programming
বিবরন
আমাদের এই পৃথিবী এখন সম্পূর্নরূপে প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি ।কেননা এখন প্রযুক্তি ছাড়া আমরা যেন একদিনও কল্পনা করতে পারি না। প্রতিনিয়ত আমরা ইন্টারনেট নির্ভর হয়ে পরার কারণে কম্পিউটার ও মোবাইল ডিভাইসের ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই সকল ডিভাইসে যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তা হলো সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া এসকল ডিভাইস সম্পূর্ণ অচল।
আর এখানেই দিন দিন সফটওয়্যার ইঞ্জিনিয়াদের প্রয়োজন বেড়েই চলেছে। তাই আমরা শুরু করেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও প্রোগ্রামিং নিয়ে এই কোর্সটি ।
- Computer Fundamentals,
- Introduction to Software engineering,
- Structured Programming(C programming),
- Object-Oriented Programming(Python),
- Operating System
- Introduction to Database,
- Data structure and Algorithm,
- Software Development Life Cycle,
- Software Testing Life Cycle,
- Software Engineering with Web application
- Api Development
- Git and Github,
- Cloud server
সহ আরও বিভিন্ন টপিকে ভরপুর আমাদের এই কোর্সটি ।
এই কোর্সটির শেষ করতে মোটামুটি সবারই কমবেশি চার মাসের বেশি সময় প্রয়োজন । তাই আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মূল বিষয় গুলো ভালোভাবে শিখতে চান তাহলে এই কোর্সটিতে এনরোল করতে পারেন ।
যেকোন সময় রিভিশন দেওয়ার জন্যে রয়েছে প্রতিটি টপিকের উপর রেকর্ড ক্লাস। আর প্রতি সপ্তাহে ১ দিন লাইভ ক্লাস। আপনার যেকোন সমস্যা নিয়ে কথা বলতে পারবেন লাইভ ক্লাসে।
তাহলে এই কোর্সটি কাদের জন্য ?
এই কোর্সটি সবার জন্যে না। আপনি যদি মিনিমাম HSC exam শেষ করে থাকেন, অথবা আপনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট বা আপনার অনেক বেশি প্যাশন আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে তবে আপনি এই কোর্সটিতে এনরোল করুন । লজিক্যাল জিনিসপত্র বুঝার ক্ষমতা রাখেন, ম্যাথম্যাটিক্সে মোটামুটি ভালো , আপনার চিন্তা করে কোন সমস্যা সমাধান করতে ভালো লাগে তাহলে You are most welcome to this course।
আমি কি কি শিখতে পারবো?
- কম্পিউটার ফান্ডামেন্টাল
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা
- স্ট্রাকচার প্রোগ্রামিং শিখা এবং console application develop করা
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখা
- অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা দেওয়া এবং CMD/Terminal commands শিখা
- ম্যাথমেটিক্যাল সমস্যা সমাধান করা
- ডাটাবেজ শিখা
- ডাটা স্ট্রাকচার , এলগোরিদম শিখা
- কোডফোর্সেসে প্রবলেম সল্ভ করা
- ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করা
- SDLC and STLC নিয়ে পড়াশোনা করা
ইন্সট্রাক্টর সম্পর্কে
2 Courses
2 students